কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৭, ০৬:৫৯ পিএম
কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে হাফিজুল ইসলাম নামে এক যুবক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসাদুল সর্দার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের পঁচা সর্দারের ছেলে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৭ সালের ১৫ মার্চ বেলা সাড়ে ১১টায় জেলার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের আওয়াল মণ্ডলের ছেলে হাফিজুল ইসলাম বাড়ির পাশের নিজের ভুট্টাখেত দেখতে মাঠে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে হাফিজুলকে কুপিয়ে হত্যা করে একই গ্রামের আসাদুল সর্দার ও তার ভাই সাইদুল সর্দার।

এ ঘটনায় নিহত হাফিজুলের বাবা আওয়াল মণ্ডল বাদী হয়ে আসাদুল সর্দার ও তার ভাই সাইদুল সর্দারকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে সাইদুল সর্দারের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসাদুল সর্দারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!