রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০৭:৫৮ পিএম
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

বগুড়া: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়ার অভিযোগে আরিজুর রহমান জাহিদ ওরফে এ আর জাহিদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স (বোটানি) প্রথম বর্ষের ছাত্র। তিনি উপজেলার বিহারহাট গ্রামের আবদুল খালেকের ছেলে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, জাহিদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ. আর. জাহিদ (হ্যারি পটার) আইডির মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী ও সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেন।

এছাড়া সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলনে গুজব রটিয়ে উসকানি দিয়ে আসছিল। বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় তাকে বিহারহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোন সার্চ করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদেও সে বিষয়গুলো স্বীকার করেছে।

শিবগঞ্জ থানার ওসি ওসি শাহিদ মাহমুদ খান বলেন, কলেজছাত্র জাহিদের সরকারি দলের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তবে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত থাকতে পারে। তার ফেসবুক আইডির ছবিতে জেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতাকে ফুলেল শুভেচ্ছা দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। পরে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!