জমি নিয়ে দ্বন্দ্বে জোড়া খুন: দুই আসামির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৭:৫১ পিএম
জমি নিয়ে দ্বন্দ্বে জোড়া খুন: দুই আসামির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রংপুর: রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল হত্যা মামলায় দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও আরও এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুর রশিদ ওরফে নান্নু মণ্ডল এবং হারুন মণ্ডল। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন, মো. আকমল হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের হাজতখানায় উপস্থিত ছিলেন।

রংপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় খুন হয় রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুর রাজ্জাক মণ্ডল (৪০)।  পরবর্তীতে এই ঘটনায় হত্যা মামলা হলে তদন্ত করে তিনজনের নামে চার্জশিট দেয় পুলিশ। 

আজ এ ঘটনায় সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক অভিযুক্ত আব্দুর রশিদ ওরফে নান্নু মণ্ডল এবং হারুন মণ্ডলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ড এবং মো. আকমল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

এসএস

Link copied!