২১ আগস্ট গ্রেনেড হামলা

আপিল করা হবে কিনা, রায় দেখে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৪:৪০ পিএম
আপিল করা হবে কিনা, রায় দেখে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

ঢাকা: রায় দেখে ও নির্দেশনা নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।২১ আগস্ট গ্রেনেড মামলার রায় ঘোষণার পর এমন তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।

রায়ে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আইএ

Link copied!