জি কে শামীমসহ ৮ জনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৯ নভেম্বর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০, ০১:০৬ পিএম
জি কে শামীমসহ ৮ জনের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৯ নভেম্বর

ঢাকা: মানি লন্ডারিং আইনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। আগামী ১৯ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

মামলার অপর আসামি হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মামলার চার্জশিট গ্রহণ করেন। এরপর বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত- ১০ এ বদলীর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে গত ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!