ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন থেকে গ্রেপ্তার ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
জামিন পাওয়ারা হলেন- মামুন রশীদ রতন, রাসেল, হুমায়ুন কবির, আল আমিন, শেখ ফরিদ, আজম মোহাম্মদ, সাদ্দাম হোসেন, আব্দুল হাকিম, রিমা আক্তার, শারমিন আক্তার বৃষ্টি ও মানিক দাস।
এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই হাজার টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন।
শনিবার শাহবাগ থেকে মামুন-বৃষ্টিদের আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার উপপরিদর্শক এসএম এলিস মাহমুদ বাদী হয়ে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা ও আত্মহত্যার হুমকিসহ ভয়ভীতি দেখানোর অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল।
আইএ
আপনার মতামত লিখুন :