অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রুলিং

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৭:৪৮ পিএম
অন্তর্বর্তী সরকারের বৈধতা দিয়ে সুপ্রিম কোর্টের রুলিং

ঢাকা: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের শপথের বৈধতা দিয়ে রুলিং দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। তবে, এখনো তিনি আদেশটি দেখেননি।

আদেশ না দেখে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতাও জানান তিনি।

শুক্রবার (৯ আগস্ট) এই রুলিং জারি করে সুপ্রিম কোর্ট। এর আগে শপথের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

তারই পরিপ্রেক্ষিতে রুলিং দিয়ে, দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।

আইএ

Link copied!