জামিন নামঞ্জুর, কারাগারে ইনু-মেনন-পলক-মামুন

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৩:৩৫ পিএম
জামিন নামঞ্জুর, কারাগারে ইনু-মেনন-পলক-মামুন

ঢাকা : সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাদের আদালতে তুলে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

এদিকে একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে দায়েরকৃত পৃথক আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

এছাড়া একটি মামলায় হাসানুল হক ইনুরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এমটিআই

Link copied!