২১ আগস্ট মামলা

হাইকোর্টের রায় যেকোনও দিন

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৮:১৫ পিএম
হাইকোর্টের রায় যেকোনও দিন

ঢাকা : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও সাজাপ্রাপ্তদের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ মামলায় হাইকোর্টের রায় ঘোষণা হবে যেকোনও দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি যেকোনও দিন রায় ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমান রাখেন।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘এই মামলার রায় সিএভি রেখেছেন হাইকোর্ট। আদালত যেকোনও সময় রায় দিতে পারেন।’

এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। ২০২২ সালের ডিসেম্বরে এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ রায় দেন রায়ে হত্যা ও বিষ্ফোরক আইনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন) তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (ইতোমধ্যে মারা গেছেন), বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্সসহ মামলার যাবতীয় নথি ওই বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে আসে। মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ৪৪টি আপিল ২০১৯ সালের ১৩ জানুয়ারি শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

এমটিআই

Link copied!