ঢাকা : বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিনের এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।
এদিন কারাগারে থেকে আনিসুলসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়।
এরপর যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় আনিসুলের আটদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ছয়দিনের মঞ্জুর করেন।
যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে তিন দিনের রিমান্ড আবদেন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদসহ নয়জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন একই আদালত।
গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।
এমটিআই
আপনার মতামত লিখুন :