ঢাকা উদ্যানে ৮ বছরের শিশু ধর্ষণ করল সিএনজি চালক 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৮:১২ পিএম
ঢাকা উদ্যানে ৮ বছরের শিশু ধর্ষণ করল সিএনজি চালক 

ঢাকা: রাজধানীর আদাবরে ঢাকা উদ্যান এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় আদাবর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গরিব পরিবারের সন্তান। শিশুটি পরিবারের সঙ্গে মোহাম্মদপুর এলাকায় থাকে। ঘটনার বিস্তারিত জানার জন্য একাধিক পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত এখনো কিছু জানা যায়নি; তবে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

এদিকে হাসপাতালে শিশুটির বাবা জানান, মোহাম্মদপুর এলাকা থেকে গত রাতে একটি সিএনজিতে করে তার শিশুকে আদাবরের ঢাকা উদ্যান এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এরপর শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে পালিয়ে যায় ধর্ষক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়কারী ডা. আফরোজা বলেন, শিশুটির প্রস্রাবের রাস্তায় ইনজুরি আছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে।

সোনালীনিউজ/এলআই/আইএ

Link copied!