ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৯:০৫ পিএম
ব্যাংক থেকে যত খুশি তোলা যাবে নগদ টাকা

ঢাকা: ব্যাংক থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যত খুশি নগদ টাকা তোলা যাবে ব্যাংক থেকে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) এবিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে।

সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত কর‌তে সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক।

চলতি সপ্তাহে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা ছিলো পাঁচ লাখ টাকা। 

এর আগে, গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে নগদ উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তারও আগে ৮ আগস্ট বৃহস্প‌তিবার এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।

আইএ

Link copied!