২০ কোটি টাকার রাইট শেয়ার ইস্যুর অনুমোদন পায়নি ওরিয়ন ইনফিউশন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০৩:২৯ পিএম
২০ কোটি টাকার রাইট শেয়ার ইস্যুর অনুমোদন পায়নি ওরিয়ন ইনফিউশন

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ২০ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা উত্তোলন করতে চেয়েছিল। এজন্য বিএসইসিতে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুতে সম্মতি দেয়নি।

এর আগে, কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়েছিলো।

এএইচ/আইএ

Link copied!