বিনিয়োগকারীদের বঞ্চিত করে কম লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৫৫ পিএম
বিনিয়োগকারীদের বঞ্চিত করে কম লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের

ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) শাস্তির আওতায় আসছে। শেয়ারহোল্ডারদেরকে বঞ্চিত করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। 

কোম্পানিটির মুনাফার ৭০ শতাংশের বেশি সংরক্ষিত মুনাফায় রাখা হবে। যে কারনে আইন অনুযায়ী কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

বিএসসির ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১৬.৩৭ টাকা হিসাবে ২৪৯ কোটি ৭০ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২৫ শতাংশ বা শেয়ারপ্রতি ২.৫০ টাকা হিসেবে মোট ৩৮ কোটি ১৩ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১৫.২৭ শতাংশ। মুনাফার বাকি ২১১ কোটি ৫৭ লাখ টাকা বা ৮৪.৭৩ শতাংশ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ২১১ কোটি ৫৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২১ কোটি ১৬ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে বিএসসিকে।

এ কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ১ শতাংশ মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ১৬.১৫ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ১৬.৩৭ টাকা।

উল্লেখ্য বিএসসির বর্তমানে ১৫২ কোটি ৫৪ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪২.৬৫ শতাংশ।

এসএস

Link copied!