টাইলক্সের পক্ষ থেকে বিশ্ব টয়লেট দিবস উদযাপন

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৬:৪৭ পিএম
টাইলক্সের পক্ষ থেকে বিশ্ব টয়লেট দিবস উদযাপন

ঢাকা: দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে হয়ে গেলো বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’- ক্যাম্পেইনের শুভ উদ্বোধন।  বাংলাদেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার এর সৌজন্যে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো পরিবেশে তারকা বেষ্টিত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’-কে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইন।  ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’- স্লোগান নিয়ে, এই ক্যাম্পেইনটির মাধ্যমে পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেয়া হবে সারাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের কাজে।

 
     
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ, রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান তার বক্তব্যে বলেন, ‘অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে।

মেগাস্টার শাকিব খান আরও বলেন, ‘রিমার্ক-হারল্যান সবসময়ই গণমানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দেয়। তারই ধারাবাহিকতায় টাইলক্সের এই উদ্যোগ, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে করা তাদের এই কার্যক্রমের মাধ্যমে শুধু স্বাস্থ্যসম্মত টয়লেটই নির্মাণ হবে না বরং এটি সাধারণ মানুষের মাঝে হাইজিন সম্বন্ধে সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।’

রিমার্ক-হারল্যানের ক্যাটেগরি হেড, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার মারুফুর রহমান বলেন, “দেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স নিয়ে এসেছে ‘টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইন’ যার মাধ্যমে আমরা সবার মাঝে এক শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। সমাজের অবস্থাসম্পন্ন মানুষেরা সুবিধাবঞ্চিতদের কল্যাণে এগিয়ে এসে সম্প্রীতির এক দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবেন টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে। তাই এটি আসলে নিছক কোন ক্যাম্পেইন নয়, এটি একটি সামাজিক উদ্যোগ।”   

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার আয়োজিত তারকাদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন- ওয়াটার এইড বাংলাদেশের প্রোজেক্ট কোঅর্ডিনেটর কে এ আমিন, ওয়াটার এইড বাংলাদেশের রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট গোলাম রাসুল, মো. ফরহাদুর রহমান রিপন, সহকারী প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় (পরিকল্পনা), ডিপিএইচই, ঢাকা এবং সুব্রত বসাক, সহকারী প্রকৌশলী, গ্রাউন্ড ওয়াটার বিভাগ, ডিপিএইচই, ঢাকা। রিমার্ক-হারল্যানের পক্ষে অনুষ্ঠানে আরও যোগদান করেন টাইলক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, জনপ্রিয় চিত্রতারকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দীঘি, জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সঙ্গীত জগতের আরও অনেক বিখ্যাত তারকাগন।

 

রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে রিমার্ক কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য।

এসএস

Link copied!