সিসিবিএলের কার্যক্রম বন্ধ করতে ডিএসইর চিঠি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:১১ পিএম
সিসিবিএলের কার্যক্রম বন্ধ করতে ডিএসইর চিঠি

ঢাকা: সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর)চেয়ারম্যান মোমিনুল ইসলাম। 

গত ১০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে সিসিবিএলের প্রধান বরাবর এ সংক্রান্ত একটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং ডিএসইর পরিচালনা পর্ষদের মধ্যে গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত একটি বৈঠকে সিসিবিএলের কার্যক্রম সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।বিগত বছরে সিসিবিএলের সমস্ত কাজ মুলতুবি এবং অতীতের সিদ্ধান্তগুলো সঠিক পর্যালোচনার জন্য ডিএসইর অবিলম্বে হস্তক্ষেপের জন্য অনুরোধ করা হয়েছে। 

এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদের ১০৮০তম সভায়, ডিএসই ম্যানেজমেন্টের বোর্ডে ডিএসই মনোনীত পরিচালকরা সিসিবিএলের বিষয়ে একই উদ্বেগের কথা জানিয়েছেন।

যে বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য বলা হয়েছে: বিগত বছরে সিসিবিএলের বেশ কয়েকটি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে।

সিসিবিএলের কার্যক্রম শুরু করতে অস্বাভাবিক দীর্ঘ বিলম্ব হচ্ছে যা সিসিবিএলের মধ্যে সক্ষমতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে; পুঁজিবাজারে সেটেলমেন্ট সুবিধা বর্তমানে ডিএসই দ্বারা বহুলাংশে প্রদান করা হচ্ছে, ডিএসই এবং সিসিবিএল-এর মধ্যে সাধারণ অবকাঠামোগত সুবিধাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে উল্লেখযোগ্য সুবিধার সুযোগ হতে পারে৷ তবে এ পর্যন্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর কোনো সংলাপ হয়নি। এটা প্রতীয়মান হয় যে এই ধরনের সুবিধার সুযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে যা অপ্রয়োজনীয়। 

এখন পর্যন্ত সিসিবিএল এবং এর স্টেকহোল্ডারদের মধ্যে যেমন স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্রোকারেজ হাউসের মধ্যে প্রযুক্তির প্ল্যাটফর্মগুলির মধ্যে ডেটার নিরবচ্ছিন্ন আদান-প্রদানের পরিচালনার স্তরে কোনও পরিবর্তন হয়নি; পরিকল্পনা/নকশা পর্যায়ে এই ধরনের কাজে প্রকল্পটি বাস্তবায়ন পর্যায়ে বিলম্ব, ব্যয় বৃদ্ধি বা এমনকি সম্পূর্ণ ব্যর্থতার গুরুতর ঝুঁকির সম্মুখীন হতে পারে। 

সিসিবিএল দ্বারা ডিএসইতে ত্রৈমাসিক এবং বার্ষিক আর্থিক বিবরণীর ক্ষেত্রে অনিয়ম হয়েছে, যা কাজের দুর্বলতা প্রতিফলিত হয়।

এআর

Link copied!