প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটি অ্যান্ড পার্ক)’ এর উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:১৪ পিএম
প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটি অ্যান্ড পার্ক)’ এর উদ্বোধন

ঢাকা: প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটি অ্যান্ড পার্ক)’ এর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটি অ্যান্ড পার্ক)’ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্টাটিজ এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়তউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাবের হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুস সাত্তার পাটওয়ারী, কর্ণেল মোঃ মোশারফ হোসেন, ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোঃ শরীফ উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সততার মাধ্যমে ব্যবসা করলে মানুষের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়।

বক্তারা আরও বলেন, আমরা চাই প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প এমিউজমেন্টপার্ক ও কন্ডোমিনিয়াম সিটি প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ডের অগ্রগতির মাধ্যমে দেশের প্রথম সারির ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে প্রিন্সিপ্যাল গ্রুপ এগিয়ে যাক। প্রিন্সিপ্যাল গ্রুপ দেশ এবং জনগণের সার্থে ভূমিকা রাখুক।

এসএস

Link copied!