আগের বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৩:১৩ পিএম
আগের বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ

ঢাকা: বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরে আগের বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমের সহযোগী করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আপনারা জানেন বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। আমাদের এই সরকার দায়িত্ব নেয়ার পরে আগের বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠন। কিন্তু খুব দুঃখের সাথে দেখি তাদের টাকা লুটপাট করে বাইরে নিয়ে যাচ্ছে। এটা দেখলে খুব কষ্ট হয়। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। অথচ ফ্যাসিস সরকার টাকা লুট করার জন্য বেছে নিয়েছে সেই ইসলামী ব্যাংকগুলোকে।  

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে অনোক অভিযোগ আছে জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে অনেক অভিযোগ আছে। আসলে পাসপোর্ট আমাদের মন্ত্রণালয়ের অধীন কোনো বিষয় না। তবে এবিষয়ে আমি অনেক বার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। একাজটি করতে কিছু সমস্যা রয়েছে। তবে এরমধ্যে ১৫ ডিসেম্বর থেকে সৌদিআরবে এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও দেয়া হবে।  

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অল্প কিছু উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে প্রবাসী লাউন্স হয়েছে। প্রবাসীরা সেটা পছন্দ করেছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি টাকা পাঠানো যাচ্ছে। রেমিট্যান্সের উর্ধ্বসীমা তুলে দেয়া সেটা করা হয়েছে।  

গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশ থেকে প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানে তারা রাস্তায় নেমে এসেছে। অনেককে জেলে পাঠানো হয়েছিলো। তারপর প্রধান উপদেষ্টা তাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা তাদের পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছি। তাদের নিদিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি। বোয়েসেলে মাধ্যমে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।  

প্রবাসীখাতে কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, এখাতে আমাদের চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হলো অভিবাস ব্যয় কমানো।  

এজন্য বায়রাতে একটা প্রকৃত প্রতিনিধিত্বশীল নেতৃত্ব আনার চেষ্টা করছি। দ্বিতীয়, আমাদের দক্ষ শ্রমিক কম যায়। সেজন্য দক্ষ শ্রমিক তৈরি করে সৌদি আরবে দক্ষকর্মী পাঠকনোর চেষ্টা করা হচ্ছে। তৃতীয় সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশন। এজন্য প্রবাসী ব্যংকের মাধ্যমে কাজ করবো। চতুর্থ সমস্যা দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি শিকার হতে হয়। সেটা দূর করার চেষ্টা করছি।  

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দীর্ঘ দিনের দাবি ছিলো জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার দেয়ার জন্য আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেয়ার দরকার সেটা করবো। যদিও এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা সব সময় টেকনিক্যাল কিছু সমস্যা আছে সেগুলো বলেন। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।  

আইএ

Link copied!