ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধির লক্ষ্যে ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, মোঃ সিরাজুল ইলসাম ও মোঃ আকমল হোসেন সহ ব্যাংকের নির্বাহীরা অংশগ্রহণ করেন।
এসএস
আপনার মতামত লিখুন :