ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির সাথে পুঁজিবাজারের তালিকাভুক্ত লিবরা ইনফিউশনস লিমিটেডের চুক্তি অনুযায়ী কোম্পানিটিকে সব ধরণের আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য রুল নিশি (কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া সাপেক্ষে আদালতের কোনো আদেশের বলবৎ থাকাকে রুল নিশি বলে) জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বোচ্চ আদালতের জারিকৃত এ নির্দেশের ফলে লিবরা ইনফিউশনের চলতি মূলধনে আর কোন ঘাটতি থাকবে না। ফলে পূর্ণ মাত্রায় উৎপাদনে আর কোন বাধা রইলো না কোম্পানিটির।
এএইচ/এসএস
আপনার মতামত লিখুন :