ডিএসই‍‍`র মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬.৪২ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৫৯ পিএম
ডিএসই‍‍`র মোবাইল অ্যাপে লেনদেন বেড়েছে ২৬.৪২ শতাংশ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরের তুলনায় চলতি বছরে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে। এ বছরে মোবাইল ফোনের মাধ‌্যমে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বা ২৬.৪২ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালে ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছে ২১ হাজার ২৯৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট, যা মোট লেনদেনের ১৪.৩৩ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়েছিল ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট, যা মোট লেনদেনের ১১.৯৪ শতাংশ। 

এ হিসেবে বছরের ব্যবধানে ডিএসইতে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে ৪ হাজার ৪৫১ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা বা ২৬.৪২ শতাংশ।

২০২৪ সাল শেষে মোবাইল ফোনে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৩০ হাজার ৪৩৩ জনে। ২০২৩ সালে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনকারীর সংখ্যা ছিল ৩২ হাজার ৬৮৮ জন। সে হিসেবে বছরের ব্যবধানে ডিএসইতে মোবাইল ফোনে লেনদেনকারীর সংখ্যা কমেছে ২ হাজার ২৫৫ জন বা ৬.৯০ শতাংশ।

২০২৪ সালে মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার জন‌্য মোট ১ কোটি ৬ লাখ আদেশ পাঠানো হয়৷ এর মধ্যে ১ কোটি ৪ হাজার আদেশ কার্যকর হয়েছে৷

এআর

Link copied!