যুক্তরাষ্ট্রের বাজারে রিস্পেরিডোনের চালান পাঠিয়েছে রেনাটা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৭:৩১ পিএম
যুক্তরাষ্ট্রের বাজারে রিস্পেরিডোনের চালান পাঠিয়েছে রেনাটা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রিস্পেরিডোনের প্রথম চালান পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি। রেনাটার ইউএস এফডিএ অনুমোদিত পদ্ধতিতে তৈরি স্পিরিড দেশে মানসিক রোগের চিকিৎসার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো এ শিপমেন্টে ওষুধটির ০.২৫ মিলি গ্রাম, ০.৫ মিলি গ্রাম এবং ১ মিলি গ্রাম পরিমাণের ১ কোটি বিশ লাখ ট্যাবলেট রয়েছে। যা সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং অটিজম-সম্পর্কিত বিরক্তির চিকিৎসার জন্য অপরিহার্য।

এআর

Link copied!