দুয়ার সার্ভিসেসের কিউআইও স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০২:০৫ পিএম
দুয়ার সার্ভিসেসের কিউআইও স্থগিত

ঢাকা: পুঁজিবাজারে আসতে চাওয়া দুয়ার সার্ভিসের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন স্বগিত করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৯৩৯ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা উত্তোলনে আগামি ১৯ জানুয়ারি দিনক্ষণ নির্ধারন করা হয়েছিল। তবে বিএসইসি আজকে তা স্থগিত করেছে।

এর আগে গত ৯ জুন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়। এরপর গত ৫ ডিসেম্বর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন লিখিতভাবে সম্মতিপত্র (কনসেন্ট লেটার) দেয়।

কিউআইও প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ৪.৮৬ টাকা। আর নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৫ টাকায়।

তবে সম্প্রতি কোম্পানিটির সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, মুনাফা ও আয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এর আলোকে বিষয়গুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এএইচ/আইএ

Link copied!