ঢাকা: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি।
হামলার নিন্দা জানিয়ে এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, এ ধরনের হামলা সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসনকে দুর্বল করার একটি প্রচেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসকের ওপর এমন আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপরই আক্রমণ নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্য সরাসরি হুমকিও। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাসোসিয়েশনটি আইনের শাসনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আর্থিক খাতকে বিপর্যস্ত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সব স্টেকহোল্ডারকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছে এবিবি।
এদিকে, ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নগদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন আদালত। প্রশাসক নিয়োগ প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে রোববার (১৬ ফেব্রূয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ নিয়ে করা রিটটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করে রায় (রুল ডিসচার্জ) দিয়েছেন হাইকোর্ট। নগদ বাংলাদেশ ডাক বিভাগের এজেন্ট উল্লেখ করে রায়ে আদালত বলেন, আইন বাস্তবায়ন করেই বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছে।
রায়ের পর রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী মো. জামিলুর রহমান সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারীর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআই
আপনার মতামত লিখুন :