ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শেয়ারের দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় শতভাগ ইন্স্যুরেন্স কোম্পানি উঠে এসেছে। গত সপ্তাহে শেয়ারের দর বাড়ার শীর্ষ ১০-এ মধ্যে প্রথম স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৩৬ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা।
দর বাড়ার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করেছে। যা গড়ে প্রতিদিন লেনদেন করেছে ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪১ লাখ ৮৭ হাজার টাকা।
গত সপ্তাহে চতুর্থ স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৫ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
গেইনারের পঞ্চম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা।
এছাড়াও তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর হলো : গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৯০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৪০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৮ দশমিক ৫৬ শতাংশ।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :