পূবালী ব্যাংকে যোগদান করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০, ০৬:১২ পিএম
পূবালী ব্যাংকে যোগদান করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ

ছবি: প্রতিনিধি

ঢাকা : বিশিষ্ট ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

খোন্দকার ইব্রাহিম খালেদ দীর্ঘ প্রায় ছয় দশক ধরে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খোন্দকার ইব্রাহিম খালেদকে ২০০৯ সালে খান বাহাদুর আহছানউল্লাহ স্বর্ণপদক এবং ২০১৩ সালে খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

খোন্দকার ইব্রাহিম খালেদ ২০০০ সাল থেকে অদ্যাবধি কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক, নির্বাহী পরিষদের সভাপতি এবং ট্রাস্টিবোর্ডের সদস্য। তিনি ১৯৪১ সালের ৪ জুলাই গোপালগঞ্জে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!