ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ পদত্যাগ করেছেন। গত সোমবার (৭ ডিসেম্বর) তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কী কারণে হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন তা এখন ব্যাংকিং সেক্টরের সংশ্লিষ্টদের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী রোববার (১৩ ডিসেম্বর) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাহেল আহমেদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন করে তার মেয়াদ বাড়ানো হচ্ছে না এটি তিনি জানতে পেরেছিলেন। তাই মেয়াদ শেষের কয়েকদিন আগেই তিনি পদত্যাগ করলেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা এমডি গণমাধ্যমকে জানিয়েছেন, আরো ভালো সুযোগ গ্রহণ এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য জন্য পদত্যাগ করেছি। কোন আর্থিক প্রতিষ্ঠানে যোগ দিচ্ছি সেটা শিগগিরই জানতে পারবেন। অসুস্থ না হলে হয়ত আরও আগেই পদত্যাগ করতাম।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ছিলেন রাহেল আহমেদ। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে আছেন। এর মধ্যেই সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদকে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
পরিচালনা পর্ষদের সঙ্গে তার কোন ঝামেলা হয়েছি কিনা এমন প্রসঙ্গে এমডি বলেন, কোনো সমস্যা হয়নি। গত সেপ্টেম্বরে পরিচালনা পর্ষদের সভায় আমার মেয়াদ আরও তিন বছর বাড়ানোর কথা হয়েছিল। কিন্তু আমি নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হব বলে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয় নিয়ে তার ওপর পরিচালনা পর্ষদের একটি অংশ ক্ষুব্ধ ছিল। এ ছাড়া পুরোনো কর্মীদের অনেককে তিনি পদত্যাগে বাধ্য করায় কিছুটা ভাবমূর্তিও ক্ষুণ্ন হয় ব্যাংকটির। এ কারণে তার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
বিষয়টি নিয়ে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘রাহেল আহমেদের মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছিল।...তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে কোনো সমস্যা হয়নি।’
ব্যাংক সূত্রে জানা গেছে, রাহেল আহমেদেরে অবর্তমানে আপাতত উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফয়সাল রহমানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হতে পারে।
উল্লেখ্য, রাহেল আহমেদ ২০১৭ সালের ১৪ ডিসেম্বর তিন বছরের জন্য প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান। সে হিসেবে ১৩ ডিসেম্বর তার এমডি মেয়াদের শেষ দিন। এমডি নিয়োগ হওয়ার আগে রাহেল আহমেদ প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেন।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :