বছরের প্রথম সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ১১:০৯ এএম
বছরের প্রথম সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ফাইল ফটো

ঢাকা: বছরের প্রথম সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ দশ কোম্পানির প্রথমে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮১২ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, তৃতীয় স্থানে থাকা আএফআইসি ব্যাংক, চতুর্থ স্থানে থাকা লংকা বাংলা ফিন্যান্স লিমিটেড, পঞ্চম স্থানে থাকা রবি আজিয়াটা, ষষ্ঠ স্থানে লাফার্জ হোলসিম বাংলাদেশ, সপ্তম স্থানে স্কয়ার ফার্মা, অষ্টম স্থানে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, নবম স্থানে ন্যাশনাল ব্যাংক ও দশম স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!