আড়াই ঘণ্টায় লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়াল 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ১২:৩৭ পিএম
আড়াই ঘণ্টায় লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়াল 

ঢাকা : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর আড়াই ঘন্টায় সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

সোমাবার (১১ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৩ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ১৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির। 

আলোচ্য সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার কোটি ২৮ লাখ ৯৪ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস

Link copied!