বোনাস বিওতে পাঠালো ৫ কোম্পানি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০১:০০ পিএম
বোনাস বিওতে পাঠালো ৫ কোম্পানি

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। 

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে। 

কোম্পানিগুলো হলো : এগ্রো ডেনিম, অ্যাডভেন্ট ফার্মা, কাট্টালি টেক্সটাইল, এমএল ডাইং এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস।

জানা গেছে, কোম্পানি চারটির মধ্যে এগ্রো ডেনিম ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বোনাস, ইভাইন টেক্সটাইল লিমিটেড ৫ শতাংশ স্টক বোনাস, প্যাসিফিক ডেনিম লিমিটেড ১০ শতাংশ স্টক বোনাস, খুলনা পাওয়ার কোম্পানি ৩৪ শতাংশ ক্যাশ লভ্যাংশ, নাহি অ্যালম্যুনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ১৫ শতাংশ লভ্যাংশ দেবে এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস স্টক লভ্যাংশ দিবে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এসব সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সোনালীনিউজ/এএস

Link copied!