দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২১, ১১:৪৩ এএম
দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য ১৬ কোটি টাকা অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্সুরেন্স লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। যা চলবে চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৬০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৬ কোটি টাকা তুলবে। যা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১১ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!