দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে মীর আখতারের 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১, ০৬:২৫ পিএম
দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে মীর আখতারের 

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত মীর আখতার হোসাইনের আয় বেড়েছে। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৫ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ০.০৪ টাকা কমেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.০৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.০৮ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৬১ টাকায়।

উল্লেখ্য, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) থেকে শেয়ারবাজারের লেনদেন শুরু হবে মীর আখতার হোসাইনের। 

সোনালীনিউজ/এএস

Link copied!