সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১, ০৪:২৯ পিএম
সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনার্জিপ্যাক

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট থেকে ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ২৪ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি আলোচ্য সপ্তাহে সর্বমোট ১০৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেড এর শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ২০০ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

সপ্তাহজুড়ে পতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক লিমিটেড এর দর কমেছে ১৩ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পাটি সর্বমোট ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

তালিকার অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা সামিট পাওয়ার লিমিটেড এর ১২ দশমিক ৪৫ শতাংশ, পঞ্চম স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ১২ দশমিক ৪৩ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এর ১২ দশমিক ৭ শতাংশ, সপ্তম স্থানে থাকা কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ১১ দশমিক ৫৭ শতাংশ, অষ্টম স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ১০ দশমিক ৭৪ শতাংশ, নবম স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেড এর ১০ দশমিক ৬৮ শতাংশ এবং দশম স্থানে থাকা  সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এর দর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। 

সোনালীনিউজ/এমএইচ

Link copied!