৩ কার্যদিবসের মধ্যে মুনাফার ৫ শতাংশ কর্মচারীদের দিতে নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৭:০৫ পিএম
৩ কার্যদিবসের মধ্যে মুনাফার ৫ শতাংশ কর্মচারীদের দিতে নির্দেশ

ফাইল ফটো

ঢাকা: শ্রম আইন অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং  সেন্ট্রাল ডিপেোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মুনাফার শতকরা ৫ ভাগ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ)  মাধ্যমে কর্মচারীদের মধ্যে বণ্টন আগামী ৩ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই ও সিএসই এক্সচেঞ্জ’স ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এবং সিডিবিএল ডিপোজিটরী আইন, ১৯৯৯ অধীনে পরিচালিত হয়ে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম সম্পাদন করছে। কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী পর্যালোচনা করে দেখা যায় যে শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মুনাফার শতকরা ৫ ভাগ কর্মচারীদের মধ্যে বণ্টনের বিধান থাকলেও তা পরিপালিত হয়নি। 

এ বিষয়ে বাণিজ্যিক অধিদপ্তর ঢাকা কর্তৃক একটি অডিট আপত্তি হস্তাগত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানসমূহকে এতদসংক্রান্ত যথাযথ কার্যক্রম সপ্মাদন করে (যদি ডব্লিউপিপিএফ বণ্টন অথবার সংরক্ষণ না করা হয়ে থাকে) আগামী ৩ কর্মদিসের মধ্যে কমিশনকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 

সোনালীনিউজ/এমএইচ
 

Link copied!