ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ০৪:০৩ পিএম
ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার কোটি টাকা

ফাইল ফটো

ঢাকা : মহামারির করোনার প্রকোপ বাড়ায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানিগুলো বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ডিএসই’র ওয়েবসাইট থেকে ২৫ মার্চ-১ এপ্রিল’ ২০২১ পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর বাজার মূলধন বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকা। যা সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৮ মার্চ) লেনদেন শুরুকালে ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসই’র বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার ৭১৪ কোটি ৯ লাখ ৭৭ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে পবিত্র শবে বরাতে একদিন ট্রেড বন্ধ থাকায় চার কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ ৯১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯৮০ কোটি ২ লাখ ৪০ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩  হাজার ৮ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০.৫৩ পয়েন্টে। অপরদিকে শরিয়াহ সূচক ১৫.১৫ পয়েন্ট কমে ১ হাজার ২০২.৫৩ এবং ডিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৯৮৩.৩০ পয়েন্টে।

সোনালীনিউজ/আরএইচ/এমটিআই

Link copied!