লকডাউনের প্রথম দিনে ইতিবাচক ধারায় ফিরলো ডিএসই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ১২:২৯ পিএম
লকডাউনের প্রথম দিনে ইতিবাচক ধারায় ফিরলো ডিএসই

ফাইল ফটো

ঢাকা: সারাদেশে আজ ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিকে লকডাউনের জন্য শেয়ারবাজারে লেনদেনের সময়ও ২ ঘন্টা কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। সল্প সময়ের লেনদেনের প্রথম দিনে আজ সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা গেছে।

দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। ডিএসইতে এর আগে টানা দুই কার্যদিবস পতনে লেনদেন শেষ হয়েছে। তৃতীয় কার্যদিবসে এসে ঊর্ধ্বমূখী ধারায় ফিরলো এক্সচেঞ্জটি।

সোমবার (৫ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইতে এমন চিত্র দেখা যায়।

দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স এদিন ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪৪ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

এদিন লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির। 

আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ২শ’৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!