আজ ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ১২:২০ পিএম
আজ ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা: লকডাউনে আগের দিন গ্রাহকদের চাপ সামলাতে দেশের ব্যাংকগুলোতে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সর্বাত্মক লকডাউনে দেশের ব্যাংকিং কার্যক্রম ৭দিন বন্ধ থাকবে বলে সরকার সোমবার (১২ এপ্রিল) প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

দেশের ব্যাংকসমূহ আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আপাতত সব ব্যাংকের শাখা ও অফিস বন্ধ থাকবে। কেবল খোলা থাকবে, রফতানি কাজের জন্য কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখা ও বন্দর শাখাগুলো। 

তিনি আরও বলেন, বাংলাদেশে কার্যরত বিদেশে ব্যাংকগুলোও বন্ধ থাকবে। কেবলমাত্র, স্থল নৌ এবং সমুদ্রবন্দর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। আর খোলা রাখা যাবে রফতানির প্রয়োজনে কাস্টমস সংশ্লিষ্ট ইডি শাখাগুলো।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!