লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৭:২১ পিএম
লাফার্জহোলসিমের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ ২০২১ প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেন প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। 
 
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। নীট মুনাফা বেড়েছে শতকরা ৯৮ ভাগ। কর পূর্ববর্তী মুনাফা বেড়েছে শতকরা ১০৫ ভাগ। এছাড়া বাজারে নতুন সিমেন্ট ও অ্যাগ্রিগেট ব্যবসার সংযোজনে নীট বিক্রির পরিমান বেড়েছে শতকরা ২৩ ভাগ।

আর্থিক প্রতিবেদন সম্পর্কে কোম্পানির প্রধান নির্বাহি কর্মকর্তা রাজেশ সুরানার বলেন, “উদ্ভাবন ও টেক সই ব্যবসায় সুনির্দিষ্ট আলোকপাতের মাধ্যমে ধারাবাহিকভাবে দারুন ফলাফল অর্জন করতে আমরা সমর্থ হয়েছি। আমাদের নতুন পানি প্রতিরোধী সিমেন্ট এবং নতুন বিপণন চ্যানেল‘ডিরেক্ট টু রিটেইল’ভালো সাড়া ফেলতে সক্ষম হয়েছে। নতুন নতুন নির্মাণ পণ্য উদ্ভাবনের আমাদের যে সক্ষমতা রয়েছে এবং এর মাধ্যমে গ্রাহকদের চাহিদাপূরণ ও সেবাপ্রদান করার যে অঙ্গীকার আমরা করেছি এটা তারই বহিঃপ্রকাশ।”

তিনি আরো বলেন, “এই প্রান্তিকে আমরা ক্লিয়ার সাইজ অ্যাগ্রিগেটস ব্যবসা শুরু করেছি যার শতভাগ চাহিদা এর আগে আমদানির মাধ্যমে পূরণ করা হতো ফলে এর মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। গ্রাহকদের কাছ থেকে এই পণ্যের ইতিবাচক চাহিদা আমরা পাচ্ছি।”

আর্থিক পারফরমেন্স: ২০২১ সালে প্রথম প্রান্তিকে কোম্পানির নীট বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৩ ভাগ বেড়ে ৬,৩১৮ মিলিয়ন টাকা হয়েছে। কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ১,৩৬০ মিলিয়ন টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ১০৫ ভাগ বেশি।

সম্প্রতি লাফার্জহোলসিম বাংলাদেশ ‘হোলসিম ওয়াটার প্রটেক্ট’ নামে পানি প্রতিরোধী বিশেষ সিমেন্টবাজারে এনেছে, যাবাজারে অনন্য। কোম্পানির এই দারুন অর্জনে ইতিবাচক ভূমিকা রেখেছে এই সিমেন্ট। এছাড়া কোম্পানি ডিজিটাল উদ্যোগের সাহায্যেআমাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং অধিকতর গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে,যার মাধ্যমে বাজারে কোম্পানিরঅবস্থান দৃঢ় হয়েছে।”

সোনালীনিউজ/আরএইচ

Link copied!