ঢাকা: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে রানার অটোমোবাইলস লিমিটেডের।
সোমবার (২৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি-মার্চ' ২১ সালের তৃতীয় প্রান্তিকে রানার অটোমোবাইলসের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৫৫ পয়সা।
তবে জুলাই ২০-মার্চ ২১ সময়ে অর্থাৎ প্রথম তিন প্রান্তিকে রানারের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিকে মুনাফা কমেছে ২৪ পয়সা।
৩১ মার্চ ২০২১ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৪ টাকা ৮৯ পয়সা।
সোনালীনিউজ/আরএইচ/এমএইচ
আপনার মতামত লিখুন :