ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০২১, ১২:৪৭ পিএম
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শোয়ার ও ইউনিট দর।

মঙ্গলবার (৮ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবসের ডিএসইর ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক এদিন আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৩ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৮৮ এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

আজ লেনদেন হওয়া ৩৬৬ কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টি, কমেছে ১৯১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৯৮৩ কোটি ৩৩ লাখ ৪ হাজার টাকা।

সোনালীনিউজ/আরএইচ

Link copied!