সূচকের সামান্য উত্থানে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ালো

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৩:৩৭ পিএম
সূচকের সামান্য উত্থানে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ালো

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধানে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (১৫ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিন  ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৬ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫২ কমেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ২৯২ কোটি ৪২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, শেয়ার দর কমেছে ১৯৫টির এবং ২৫টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/আরএইচ

Link copied!