ঢাকা: দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরে পতন হয়েছে। পাশাপাশি গত কার্যদিবসের চেয়ে কমেছ টাকার অংকে লেনদেনও।
বুধবার (৭ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৭ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২২৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন লেনদেন হওয়া ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টি, কমেছে ২০৫টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে। গত কার্যদিবস মঙ্গলবার এ লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকা।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :