ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) হিসেবে মো. আশিক রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (৭ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দিয়েছে। পরে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।
চিঠি সূত্রে জানা গেছে, মো. আশিক রাহমানের নিয়োগ প্রস্তাবা কতিপয় তথ্য যাচাই সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। তবে ৩০ দিনের মধ্যে তিনি যোগদান না করলে পদটি গুরুত্বপূর্ণ বিবেচনায় মো. সওকাত জাহান খান (এফসিএমএ) এর নিয়োগ প্রস্তাব কার্যকর হবে।
তথ্য মতে, গত বছরের ৪ নভেম্বর ডিএসইর সিআরও পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। ১৪ জন প্রার্থী আবেদন করেন ওই পদের জন্য। প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে আশিক রহমান, শওকত জাহান খান ও আক্তারুজ্জামান- এ ব্যক্তির নাম প্রস্তাব করে ডিএসইর নমিনেশন অ্যান্ড রেমুনারেশন (এনআরসি) কমিটি। এর মধ্যে আশিক রহমান ও আক্তারুজ্জামান শুধুমাত্র ‘ব্যাচেলর ইন বিজেনস, অর্থনীতি, আইন বিষয়ে কাজের ১০ বছরের বেশি অভিজ্ঞতা’ এবং ‘প্রফেশনাল ডিগ্রি’ এর মধ্যে ১টি শর্ত পরিপালন করেন। আর শওকত জাহান খান যোগ্যতার দিক থেকে উভয় শর্ত পরিপালন ক্ষেত্রে এগিয়ে ছিলেন।
তবে গত ৪ মে ডিএসইর পরিচালনা পর্ষদ সিআরও পদে নিয়োগ দেওয়ার জন্য কেবলমাত্র সিটি ব্যাংকের চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার (সিসিসিও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার (সিএএমএলও) এম আশিকুর রহমানকে মনোনীত করে। ৬ মে তার চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে প্রস্তাব পাঠায়। এদিকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হওয়ার পর, তার নিচের সিআরও পদে আবেদন করা নিয়ে আপত্তি জানান সংশ্লিষ্টরা। অবশেষে তাকেই সিআরও পদে নিয়োগ দিল বিএসইসি।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :