ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন দুপুর ১২টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ৩৭ পয়েন্ট বেড়ে নতুন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড গড়লো। পাশাটাশি এ সময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটির বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
সোমবার (১ আগস্ট) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ দুপুর ১২ট পর্যন্ত ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৬৩ পয়েন্টে। যা সূচকটির এখন পর্যন্ত ষর্বোচ্চ অবস্থান। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৩৯ পয়েন্টে।
এসময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১২০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির।
আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে এক হাজার ১২৬ কোটি ৯১ লাখ টাকার বেশি।
উল্লেখ্য, আজ থেকে ৫ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে ২টা পর্যন্ত লেনদেন চলবে।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :