রোববার শেয়ারবাজারও বন্ধ, সোম-মঙ্গলবার লেনদেনে সময় বৃদ্ধি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৪:০৭ পিএম
রোববার শেয়ারবাজারও বন্ধ, সোম-মঙ্গলবার লেনদেনে সময় বৃদ্ধি

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ রুখতে চলমান কঠোর বিধি-নিষেধ আরও পাঁচদিন বাড়ানোয় চলতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও রোববার ব্যাংক রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে দেশের উভয় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক রোববার ব্যাংকিং লেনদেন বন্ধ রাখার বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। আর ওই সার্কুলারের ফলে বাধ্য হয়েই বন্ধ রাখতে হবে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেনও।

কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এক সার্কুলারে বলা হয়, রোববার ব্যাংক বন্ধ থাকলেও সোম ও মঙ্গলবার লেনদেন আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।

এদিকে ব্যাংক ছাড়া শেয়ারবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে দেশের উভয় বাজার। আর ব্যাংকের সঙ্গে সংঙ্গতি রেখে সোমবার ও মঙ্গলবার লেনদেনেও আধা ঘন্টা সময় বাড়ানো হয়েছে। ওই দুদিন শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!