মোস্তফা মেটালের কিউআইওতে আবেদন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:১২ পিএম
মোস্তফা মেটালের কিউআইওতে আবেদন শুরু

ছবি (লোগ)

ঢাকা: কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে যাচ্ছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এজন্য কোম্পানিটির কিউআই অফারে রোববার (২৬ সেপ্টেম্বর) থেকে আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম কমিশন সভায় কোম্পানিটির প্রস্তাবটি অনুমোদন করা হয়।

সূত্র মতে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!