ঢাকা: শেয়ারহোল্ডারদের নগদ ৩৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড।
রোববার(২৬ সেপ্টেম্বরবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
আরও পড়ুন : একদিন পরই বন্ধ হচ্ছে লাখ লাখ মোবাইল ফোন
কোম্পানি জানিয়েছে, বিদায়ী অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৫ পয়সা। এর আগের বছরে ইপিএস ছিল ৫ টাকা ১৭ পয়সা।
আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩৪ টাকা ৪৫ পয়সা। এর আগের বছরে কোম্পানিটির (এনএভি) ছিল ৩১ টাকা ৫০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অগামী ৫ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :