ঢাকা: শেয়ারবজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।
২০২০-২১ হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণের পর বুধবার প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগের ২০১৯-২০ হিসাব বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
২০২০-২১ সমাপ্ত হিসাব বছরে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। যেখানে এর আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ৭০ পয়সা।
৩০ জুন'২১ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১৫ কোটি টাকা, যা এর আগের বছরে ছিল ৫৬ কোটি টাকা।
তথ্যমতে, এ বছরের ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯৮ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
সোনালীনিউজ/এমএইচ
আপনার মতামত লিখুন :