ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভার্চুয়াল জ্ঞান ও সচেতনতা সেশনের আয়োজন

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০১:৪০ পিএম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভার্চুয়াল জ্ঞান ও সচেতনতা সেশনের আয়োজন

ভার্চুয়াল জ্ঞান ও সচেতনতা

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লব এবং এ সংক্রান্ত ডিজিটাল দক্ষতা বিষয়ক ভার্চুয়াল জ্ঞান ও সচেতনতা সেশনের আয়োজন করে।

ইউসিবি, তার ডিজিটাল ব্যাংকিং পরিকল্পনার সাথে সমন্বয় রেখে নতুন ব্যবসায়িক প্রযুক্তি গ্রহণ করছে যাতে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদায় পিছিয়ে পড়তে না হয়। 

ভার্চুয়াল সেশনে ইউসিবি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম, বিভাগীয় প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন। 

অধিবেশনটি সমন্বয় করে পিডব্লিউসি। 

সোনালীনিউজ/এসআই
 

Link copied!