আইপিও‍‍`র টাকা ব্যবহারে পরিবর্তন আনছে ডমিনেজ স্টিল

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ০৩:২৭ পিএম
আইপিও‍‍`র টাকা ব্যবহারে পরিবর্তন আনছে ডমিনেজ স্টিল

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যববহারের প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বর্তমান বাজার চাহিদা, ব্যবসার দীর্ঘমেয়াদী এবং কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য আইপিও’র টাকা ব্যবহারে পরিবর্তন আনছে।

প্রস্তাব অনুযায়ী, ৫ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজে ব্যয় করা হবে। কোম্পানিটি ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা বিদ্যুৎ স্থাপনের কাজে ব্যয় হবে।

কোম্পানিটি ২০ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৩৩ টাকা নতুন প্রকল্প এবং যন্ত্রপাতি কেনার কাজে ব্যয় করা হবে।

কোম্পানিটি আইপিও’র মোট ২৮ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার টাকার মধ্যে ২৮ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে পরিবর্তন আনছে।

ডমিনেজ স্টিল শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে আইপিও প্রক্রিয়া সংশোধন করতে পারবে।

সোনালীনিউজ/এমএইচ

অর্থনীতি বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!